কানে কটন বাড ঢুকালে কি ক্ষতি হয়, জানেন? || Do you know what harm is caused by putting a cotton bud in the ear? || Dr. Abida Sultana
কানে কোনো সমস্যা বা অস্বস্তি না থাকলেও অনেকে অকারণেই কটন বাড দিয়ে নাড়াচাড়া করতে থাকেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে বেশ আরামদায়ক হলেও যেকোনো সময় ডেকে আনতে পারে বড় বিপদ। সম্প্রতি বিশেষজ্ঞরা জানাচ্ছেন কটন বাড কানের জন্য ক্ষতি করতে পারে। এমনকি কটন বাড নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সমীক্ষার প্রতিবেদনে ও রীতিমতো চমকে ওঠার মতো তথ্য উঠে এসেছে।
নাক, কান, গলা বিশেষজ্ঞদের মতে, মানুষ আসলে দাম কমিয়ে ক্ষনিকের
আরামের জন্য যে বাডস কিনছে তা আসলে কানের পর্দার জন্য ক্ষতির অন্যতম কারণ।
আবার কটন বাডের তুলো কানে ঢুকে গিয়ে নানা দুর্ঘটনাও ঘটতে পারে। এছাড়া কানে
এই খোঁচাখুঁচির কারণে কানের অভ্যন্তরের স্থায়ী ক্ষতি হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমীক্ষার রিপোর্ট বলছে, কটন বাড ব্যবহার করে
দুর্ঘটনা স্বীকার হয়ে প্রতি বছর বিশ্বে মারা যান প্রায় সাত হাজার মানুষ। বিপুল
জনসংখ্যার তুলনায় এ সংখ্যা নগন্য হলেও কখন, কে এ দুর্ঘটনার শিকার হন তা বলা যায়
না। অনেক সময়ই অস্ত্রোপচারের সাহায্য নিতে হয় এমন বিপদে। শুধু তা-ই নয়,
কটন বাড দিয়ে প্রতিদিন খোঁচানোর ফলে কানের অডিটরি লাবেক উত্তেজিত হয়ে কানের
অভ্যন্তরীণ ক্ষতি হয়। এতে করে শ্রবণ শক্তি হ্রাস পেতে থাকে।
এবার আপনার মনে একটি প্রশ্ন উত্তর দিতে পারে, তাহলে আমরা
কান পরিষ্কার করব না?
বিশেষজ্ঞদের মতে উত্তরটি হচ্ছে -না। আলাদা করে কান পরিষ্কার করার কোন
প্রয়োজনীয়তা নেই জানিয়ে বিশেষজ্ঞরা বলেছেন, কানের অভ্যন্তরে যে ময়লা
থাকে তা আসলে কানের ভেতরের পর্দা রক্ষা করে। খুব জোরে আওয়াজ খু,ব জোরে ফুঁ দেয়া
হলে বা বাইরের আঘাত থেকে কানের পর্দা কে রক্ষা করে এই ময়লাগুলো। এছাড়া
কানের ভিতর আঠালো পদার্থ আমাদের কানের জন্য ভালো। এসব পদার্থ কানের পর্দাকে বাইরে
সংক্রমণ ও ধুলাবালি থেকে রক্ষা করে। ময়লা বেশি জমে যাওয়ার ধারণা
ভুল। আর যেটুকু ময়লা অতিরিক্ত তা হাঁচি- কাশি, গোসল, ঘুম ইত্যাদি নানা জৈবিক
কাজের মধ্যে দিয়েই বেরিয়ে যায়। আলাদা করে খুঁচিয়ে বের করতে হয় না।
কানে কটন বাড ঢুকালে কি ক্ষতি হয়, জানেন? || ডা. আবিদা সুলতানা
Do you know what harm is caused by putting a cotton bud in the ear? || Dr. Abida Sultana
আর্টিকেলটি ভালো লাগলে
শেয়ার করে অন্যকে পড়ার সুযোগ করে দিন।
ডাঃ আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি
No comments