Header Ads

শিশুদের স্কুল ফোবিয়া || Children's school phobia || Dr. Abida Sultana

শিশুদের স্কুল ফোবিয়া || Children's school phobia || Dr. Abida Sultana

অনেক শিশু স্কুল সময়ে বিভিন্ন শারীরিক উপসর্গ যেমনঃ- মাথা ব্যথা, পেটব্যথা, বুক ব্যথা, শ্বাসকষ্ট, দম বন্ধ লাগে এসব সমস্যার কথা বলে।  স্কুলের সব একাডেমিক বিষয়ে তারা চরম অনিহা প্রকাশ করে। একেই স্কুল ফোবিয়া বলে। 

 

কারণগুলো

মা-বাবা অথবা যার কাছে বাচ্চাটি থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে এমন মানুষের কাছ থেকে আলাদা হওয়ার ভয়।

•  স্কুলের রাস্তাঘাট, বাস, রিকশা, জ্যাম, গরম অথবা যে কোনো বিষয়ের প্রতি বিরক্তি যা তার মনে বিরক্তি ভাব নিয়ে আসতে পারে। 

স্কুলে থাকাকালীন ক্ষুধা লাগা অথবা খাবারের কষ্ট। 

স্কুলের টয়লেট সমস্যা।

•  বিশেষ কোনো বিষয়ে দুর্বলতা। 

কোন শিক্ষার্থী অথবা শিক্ষকের সঙ্গে বিরূপ সম্পর্ক।

•  বিশেষ কোনো  শিক্ষকের কোন আচরণ।

•  স্কুলের কোন নিয়মের প্রতি অভিভাবকদের খেয়াল না রাখা।

•  স্কুলের উপস্থিত ও ফলাফল সম্পর্কে কোন ধারণা না রাখা

•  ফলের বিষয়ে অতিরিক্ত চাপ প্রয়োগ করা বা বকাঝকা করা।

 

ডাঃ আবিদা সুলতানা স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি 


রোগ নির্ণয়

এটি কোন রোগ নয়। এটি বেশকিছু মানসিক রোগের কারণে হতে পারে ; যেমন :-

সেপারেশন এনজাইটি ডিজঅর্ডার

সোশ্যাল ফোবিয়া কন্ডাক্ট   ডিজঅর্ডার।

তবে শারীরিক কোনো সমস্যা থাকলে তা অবশ্যই আগে থেকে নিরূপণ করতে হবে।

 

চিকিৎসা

যেভাবেই হোক স্কুলে যাওয়া চালিয়ে যেতে হবে।

অভিভাবকের অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞের সঙ্গে নিয়মিত ফলোআপে থাকতে হবে।

শিশু বিশেষজ্ঞকে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে শিশুর আচরণগত সব বিষয় নিয়ে কথা বলতে হবে।




 শিশুদের স্কুল ফোবিয়া || Children's school phobia || Dr. Abida Sultana 

আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে পড়ার সুযোগ করে দিন।




No comments

Powered by Blogger.