শিশুদের স্কুল ফোবিয়া || Children's school phobia || Dr. Abida Sultana
অনেক শিশু স্কুল সময়ে বিভিন্ন শারীরিক উপসর্গ যেমনঃ- মাথা ব্যথা, পেটব্যথা, বুক ব্যথা, শ্বাসকষ্ট, দম বন্ধ লাগে এসব সমস্যার কথা বলে। স্কুলের সব একাডেমিক বিষয়ে তারা চরম অনিহা প্রকাশ করে। একেই স্কুল ফোবিয়া বলে।
কারণগুলো -
• মা-বাবা
অথবা যার কাছে বাচ্চাটি থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে এমন মানুষের কাছ থেকে আলাদা
হওয়ার ভয়।
• স্কুলের
রাস্তাঘাট, বাস, রিকশা, জ্যাম, গরম
অথবা যে কোনো বিষয়ের প্রতি বিরক্তি যা তার মনে বিরক্তি ভাব নিয়ে আসতে পারে।
• স্কুলে
থাকাকালীন ক্ষুধা লাগা অথবা খাবারের কষ্ট।
• স্কুলের
টয়লেট সমস্যা।
• বিশেষ
কোনো বিষয়ে দুর্বলতা।
• কোন
শিক্ষার্থী অথবা শিক্ষকের সঙ্গে বিরূপ সম্পর্ক।
• বিশেষ
কোনো শিক্ষকের কোন আচরণ।
• স্কুলের
কোন নিয়মের প্রতি অভিভাবকদের খেয়াল না রাখা।
• স্কুলের
উপস্থিত ও ফলাফল সম্পর্কে কোন ধারণা না রাখা
• ফলের
বিষয়ে অতিরিক্ত চাপ প্রয়োগ করা বা বকাঝকা করা।
ডাঃ আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি
রোগ নির্ণয় :
এটি কোন রোগ নয়। এটি
বেশকিছু মানসিক রোগের কারণে হতে পারে ; যেমন :-
• সেপারেশন
এনজাইটি ডিজঅর্ডার
• সোশ্যাল
ফোবিয়া কন্ডাক্ট ডিজঅর্ডার।
• তবে
শারীরিক কোনো সমস্যা থাকলে তা অবশ্যই আগে থেকে নিরূপণ করতে হবে।
চিকিৎসা :
• যেভাবেই
হোক স্কুলে যাওয়া চালিয়ে যেতে হবে।
• অভিভাবকের
অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞের সঙ্গে নিয়মিত ফলোআপে থাকতে হবে।
• শিশু
বিশেষজ্ঞকে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে শিশুর আচরণগত সব বিষয় নিয়ে কথা বলতে হবে।
শিশুদের স্কুল ফোবিয়া || Children's school phobia || Dr. Abida Sultana
আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে পড়ার সুযোগ করে দিন।
No comments