Header Ads

যে ৪টি খাবার মায়েদের এড়িয়ে চলতে হবে || 4 foods mothers should avoid || Dr. Abida Sultana

 
যে ৫টি খাবার মায়েদের এড়িয়ে চলতে হবে  ডা. আবিদা সুলতানা  5 foods mothers should avoid  Dr. Abida Sultana

নবজাতক শিশুর জন্য বুকের দুধের কোনো বিকল্প নেই। বুকের দুধ শুধু শিশুর পুষ্টি নিশ্চিত করে না, মায়ের স্বাস্থ্য রক্ষায়ও কার্যকর ভূমিকা রাখে। নবজাতক জন্মের এক ঘণ্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করতে হবে। দেরি করলে মা শিশু দুজনেরই ক্ষতি হতে পারে। নবজাতককে বুকের দুধ পান করানোকালীন একজন মায়ের খাদ্যতালিকার দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। সুষম খাবার খেতে হবে। তবে কিছু কিছু খাবার আছে, যা নবজাতক মায়ের জন্য ক্ষতিকর। শিশুকে বুকের দুধ খাওয়ানোর সময় এই খাবারগুলো এড়িয়ে চলা উচিত। 

চলুন জেনে নিই যে ৪ টি খাবার মায়েদের এড়িয়ে চলতে হবে 

  • কাঁচা শাক-সবজি : ফুলকপি, বাঁধাকপি, ব্রোকোলি জাতীয় সবজি সরাসরি কাঁচা খেলে মায়ের পেটে অম্বল হতে পারে। মা খাদ্যে বিষক্রিয়ার শিকারও হতে পারেন।
  • কফি : কফিতে প্রচুর পরিমাণে ক্যাফেইন আছে। নবজাতকের মা যদি বেশি বেশি কফি পান করেন, তাহলে শিশুর শরীরেও তা জমা হবে। এতে শিশুর বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হতে পারে। অতিরিক্ত ক্যাফেইন শরীরে জমা হওয়ার ফলে শিশুর দেহে অস্বস্তি তৈরি হয় এবং ঘুমের সমস্যা হতে পারে।
  • পারদসমৃদ্ধ মাছ : কিছু কিছু সামুদ্রিক মাছের দেহে পারদ থাকতে পারে। যেমন টুনার মতো মাছের দেহে পারদের সন্ধান মেলে। পারদ এমন এক ধাতু, যা ভ্রূণ নবজাতক শিশুর দেহে বিষের মতো কাজ করে। বেশি মাত্রার পারদ শিশুর স্নায়ুকে স্থায়ীভাবে বিকল করে দিতে পারে। ফলে শিশু বিকলাঙ্গ হওয়ার ভয় থাকে। তাই সামুদ্রিক মাছ খাওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।
  • অ্যালকোহল : স্তন্যপান করানোকালীন অ্যালকোহল থেকে দূরে থাকা মা শিশুর জন্য নিরাপদ। মা যদি অ্যালকোহল গ্রহণ করেন, তবে শিশুর ওপর তার বিরূপ প্রভাব পড়ে। অ্যালকোহল মায়ের বুকের দুধ তৈরি ২০ থেকে ২৩ শতাংশ কমিয়ে দেয়। ফলে শিশু বুকের দুধ ঠিকমতো পায় না। ছাড়া তার ঘুম নষ্ট হয়। 


যে ৪টি খাবার মায়েদের এড়িয়ে চলতে হবে || ডা. আবিদা সুলতানা  
4 foods mothers should avoid || Dr. Abida Sultana

আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে পড়ার সুযোগ করে দিন।
ডাঃ আবিদা সুলতানা স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি 

No comments

Powered by Blogger.