Header Ads

পুড়ে গেলে করনীয় || To be done if burnt || Dr. Abida Sultana

 

পুড়ে গেলে করনীয় || ডাঃ আবিদা সুলতানা ||To be done if burnt || Dr. Abida Sultana

বাসায় রান্নার কাজ করতে গিয়ে বা কোনো দুর্ঘটনায় পুড়ে গেলে অবশ্যই পোড়ার প্রাথমিক চিকিৎসা নিতে হবে, যেটা হচ্ছে ক্ষত জায়গাটায় অন্তত ২০ মিনিট ঠান্ডা পানি ঢালতে হবে। একেবারে বরফ ঠান্ডা নয়। ঠিকঠাক বলতে গেলে ১৫ ডিগ্রি তাপমাত্রার পানি। বেশি ঠাণ্ডা পানি দিলে বেশি উপকার হবে না, বরং ঠান্ডা লেগে যেতে পারে।  

সেই সাথে ব্যাথার জন্যে বয়স অনুযায়ী ব্যাথানাশক ও Silver sulfadiazine ক্রিম দেওয়া। এই ক্রিম-ই সব ক্ষেত্রে একমাত্র চিকিৎসা নয়, কিন্তু সহজ প্রাথমিক চিকিৎসা হিসেবে উপকারী। অবশ্যই ডিমের কুসুম, পেস্ট, হলুদ, কাদামাটি বা গোবর নয়! এগুলোই আমাদের দেশের মানুষ বেশী ব্যবহার করে। প্রাথমিক চিকিৎসা বলতে এটুকুই যথেষ্ট।

এরপর দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বিভিন্ন গভীরতা ও প্রকারভেদে বার্ন এর চিকিৎসা ও ড্রেসিং এর ভিন্নতার সুযোগ আছে যা পুরো চিকিৎসা প্রক্রিয়াকে ত্বরান্বিত করে।


পুড়ে গেলে করনীয় || ডাঃ আবিদা সুলতানা || To be done if burnt || Dr. Abida Sultana


আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে পড়ার সুযোগ করে দিন।

ডাঃ আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি 

No comments

Powered by Blogger.