Header Ads

সিজোফ্রেনিয়া || Schizophrenia || Dr. Abida Sultana

সিজোফ্রেনিয়া || ডা. আবিদা সুলতানা || Schizophrenia || Dr. Abida Sultana


সিজোফ্রেনিয়া রোগী চিনবেন কীভাবে?

 

সিজোফ্রেনিয়া একটি জটিল মানসিক রোগ রোগের লক্ষণ হচ্ছেচিন্তাধারা এবং অনুভূতি প্রকাশের মধ্যে সঙ্গতি না থাকা

 

পরিবারের কেউ বা পরিচিতজনরা তার খাবারে বিষ মিশিয়ে দিচ্ছেএমন সন্দেহ করে থাকেন এই রোগীরা ছাড়া আরও অমূলক সন্দেহ করে থাকেন তারা ধরনের রোগীদের নিয়ে সাধারণত পরিবারের লোকেরা খুব সমস্যায় পড়ে যান রোগীর অদ্ভুত আচরণগুলো মানিয়ে নিতে বেশ কঠিন হয়ে পড়ে

 

সিজোফ্রেনিয়া রোগের লক্ষণ:

একা একা কথা বলা, চুপচাপ থাকা, কারও কথার জবাব না দেওয়া, কোনো কিছু জিজ্ঞাসা করলে উত্তর না দেওয়া, কানে অলিক কথা শোনা, অসংলগ্ন কথা বলা, প্রতিদিনের কাজ সঠিকভাবে না করা, ভ্রান্ত বিশ্বাস,  অহেতুক সন্দেহপ্রবণতা, অবাস্তব চিন্তাভাবনা, অসংলগ্ন কথাবার্তা ইত্যাদি সিজোফ্রেনিয়ার লক্ষণ ছাড়া এর মধ্যেও আরও কিছু লক্ষণ হচ্ছে- অনাগ্রহ, চিন্তার অক্ষমতা, আবেগহীনতা বিচ্ছিন্নতা

 

ধরনের রোগীরা কতগুলো অবাস্তব দৃশ্য দেখার দাবি করেন অবাস্তব স্পর্শ অনুভূতির কথা বলেন তার চামড়ার ভেতরে পোকা হাঁটহাঁটি করছে  কিছু রোগীকে বলতে শোনা যায়, পেটে মাথায় পোকা কিলবিল করছে 

 

সিজোফ্রেনিয়ার চিকিৎসা

এসব লক্ষণ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে চিকিৎসকের পরামর্শ ব্যতিত ঘরে বসে এই রোগের কোনো চিকিৎসা নেই

 

 

 সিজোফ্রেনিয়া || ডা. আবিদা সুলতানা || Schizophrenia || Dr. Abida Sultana 

আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে পড়ার সুযোগ করে দিন।

ডাঃ আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি 

No comments

Powered by Blogger.