Header Ads

কি কি রোগ থাকলে বিদেশে যাওয়া যাবে না || If you have any disease, you cannot go abroad || Dr. Abida Sultana

কি কি রোগ থাকলে বিদেশে যাওয়া যাবে না || ডাঃ আবিদা সুলতানা


বিভিন্ন দেশের জন্য বিভিন্ন ধরনের চেক-আপ পদ্ধতি আছে তবে সাধারণত ৪ টি পরীক্ষা সবার জন্য বাধ্যতামূলক।

১. Urine test 

২.Blood test

৩.Chest X ray

৪.Eye test

 

Eye test বা চোখের পরীক্ষাঃ আপনি চোখ দিয়ে ঠিকমত দেখতে পারেন কিনা, আপনি যে কোম্পানিতে যাবেন সে কোম্পানি আপনাকে যে কাজ দিবে তা দেখে ঠিকমত করতে পারবেন কিনা- এটা যাচাইয়ের জন্য এ পরীক্ষা করা হয়। 

চলুন জেনে নিই কি কি রোগ থাকলে বিদেশে যাওয়া যাবে না

•  বেশি পরিমান আলার্জি থাকলে

• জন্ডিস,এইডস থাকলে

•  হার্টে সমস্যা থাকলে

• রক্তে অন্য কোনো ভাইরাস থাকলে,যক্ষা থাকলে।

 

উপরিউক্ত রোগগুলো ধরা পড়লে এর যে কোনো একটি রোগের কারণে আপনি বিদেশ যেতে পারবেন না বা মেডিকেলে আনফিট হিসেবে বিবেচিত হবেন।




 কি কি রোগ থাকলে বিদেশে যাওয়া যাবে না ||  If you have any disease, you cannot go abroad 

আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে পড়ার সুযোগ করে দিন।

ডাঃ আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি 

No comments

Powered by Blogger.