Header Ads

ক্যান্সার আক্রান্ত পশু-পাখির মাংস কিনছেন কি-না বুঝবেন যেভাবে || How to understand if you are buying the meat of animals and birds affected by cancer || Dr. Abida Sultana

ক্যান্সার আক্রান্ত পশু-পাখির মাংস কিনছেন কি-না বুঝবেন যেভাবে  || ডাঃ আবিদা সুলতানা  || How to understand if you are buying the meat of animals and birds affected by cancer  || Dr. Abida Sultana


দৈনন্দিন কর্ম্বব্যস্ত জীবনযাত্রায় কখন, কি খাবার, কতটা নিয়ম মেনে খাওয়া উচিত তা সবসময় মেনে চলা সম্ভব হয় না। তার মধ্যে যোগ হয়েছে ভেজাল খাবারের ভয়। খাদ্যে ভেজালের উপস্থিতি প্রতিদিনই আমাদের মৃত্যুর দিকে এগিয়ে দিচ্ছে। তবে নিজেরাই যদি কিছু কিছু খাবার সহজ পরিক্ষার মাধ্যমে কিনতে পারি, তা হলে এড়ানো যায় অনেক মরণ রোগ। যেমন - মাংস কেনার সময় একটু সচেতন থাকলেই বোঝা যাবে, যে মাংস কিনছেন, তা ক্যান্সার আক্রান্ত পশু বা পাখির কি-না।

এমনিতেই চারপাশের দূষণ ও নানা রাসায়নিকের প্রভাবে আজকাল ক্যান্সার আক্রান্তের সংখ্যা দিনে দিনে বাড়ছে। প্রক্রিয়াজাত মাছ, মাংস থেকেও তা ছাড়ায়। এখন কেনার সময় যদি অন্তত কিছু সচেতনতা অবলম্বন করা যায়, তা হলে রোগ-ব্যাধি থেকে কিছুটা অন্তত দূরে থাকা যায়। কিন্তু কেনার সময় কি ধরনের সাবধানতা নিতে হবে তা কিছু সহজ পদ্ধতিতেই দেখে নিতে পারি-

 

১. মাংস কেনার সময় প্রথমে লক্ষ্য করুন মাংসের রং লালচে বা গোলাপী এমন রঙের মাংস হলে বুঝে নিতে হবে তা টাটকা। কিন্তু ধূসর মাংস মানেই তা বাসি। তবে লাল বা গোলাপি মাংসের গায়ে হঠাৎ কোন কোন জায়গায় জুড়ে ধূসর বা ফ্যাকাশের রঙের কোন দাগ আছে কি না লক্ষ্য করুন। তেমন দাগ থাকলে আগেই বাদ দিন সেই মাংস। সাধারণত ক্যান্সার আক্রান্ত পশুর মাংসে এই রকম দাগ দেখা যায় ।

২. মাংস কেনার আগে ভালো মতো উল্টাপাল্টা দেখুন। বাড়তি বা অস্বাভাবিক মাংস পিন্ডের অস্তিত্ব থাকলে এই মাংসে ক্যান্সার জাতীয় অসুখের বীজ থাকার সম্ভাবনা খুব বেশি। তাই এড়িয়ে চলুন সেটিও।

৩. মাংসের কোন অংশে কালচে কোন দাগ থাকলে সচেতন হোন। এছাড়া অন্যান্য অসুখ ঠেকাতে সব ধরনের মাংসই বাড়িতে এনে ধোয়ার পর কিছুক্ষণ গরম পানিতে ভিজিয়ে রাখুন। এতে মাংস নরম হবে। তাছাড়া কোনো ছোট খাটো সংক্রমণ থাকলেও সেটাও এড়ানো যাবে। কিন্তু ক্যান্সারের মতো বড় অসুখ ঠেকাতে হলে এই পদ্ধতি অবলম্বন করে কোন লাভ নেই। সেক্ষেত্রে মাংসটি বাতিল করাই একমাত্র উপায়।



 ক্যান্সার আক্রান্ত পশু-পাখির মাংস কিনছেন কি-না বুঝবেন যেভাবে 
 How to understand if you are buying the meat of animals and birds affected by cancer 

আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে পড়ার সুযোগ করে দিন। 

ডাঃ আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি 

No comments

Powered by Blogger.