Header Ads

মানসিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবেন যেভাবে || How to increase mental immunity || Dr. Abida Sultana

 

মানসিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবেন যেভাবে  ||  ডা. আবিদা সুলতানা || How to increase mental immunity || Dr. Abida Sultana

মানসিক রোগপ্রতিরোধ ক্ষমতা একজন মানুষকে মানসিক চাপ, ভয়, অনিশ্চয়তা, হীনমন্যতা নেতিবাচক চিন্তাধারার বিরুদ্ধে টিকে থাকতে শক্তি যোগায় এবং মনের ওপর এগুলোর নেতিবাচক প্রভাব কমিয়ে এনে মানসিক ভারসাম্য নিশ্চিত করে


 মানসিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবেন যেভাবে - 

. পরিস্থিতি দেখে পলায়নপর হবেন না কিংবা এড়িয়ে যাবেন না :

আমরা সাধারণত যেকোনো ধরনের বেদনাদায়ক কষ্টদায়ক পরিস্থিতি থেকে মুক্তি চাই কিংবা এড়িয়ে যেতে চাই পলায়নপর এই প্রবণতা অনেক সময় নেতিবাচক ফলাফল বয়ে আনে কারণ, বাস্তবতা যতই প্রতিকূল হোক না কেন, তাকে অস্বীকার করে সেখান থেকে মুক্তি পাওয়া সম্ভব নয় বরং উল্টো বিভিন্ন মানসিক দ্বন্দ্ব তৈরি হয়

 

. কোনো ধরনের আবেগকে নিজের আত্মপরিচয়ের অংশ মনে করবেন না :

অনিশ্চয়তার কারণে আমাদের মধ্যে ভয়, উদ্বিগ্নতা কাজ করবে, এটাই স্বাভাবিক কিন্তু এই সব ভয় উদ্বিগ্নতাকে নিজের ব্যক্তিত্বের এবং আত্মপরিচয়ের অংশ মনে করবেন না অর্থাৎ, বিদ্যমান ভয় উদ্বিগ্নতা মানেই আপনি নন এই ধরনের ভয় উদ্বিগ্নতা হলো পূর্ব অভিজ্ঞতাবিহীন অনিশ্চিত পরিস্থিতির প্রতি আপনার শরীর মনের স্বয়ংক্রিয়, ক্ষণস্থায়ী স্বাভাবিক প্রতিক্রিয়া তাই এগুলোকে মন থেকে দূর করার চেষ্টা না করে শান্তভাবে মেনে নিতে হবে এবং সেগুলোর ওপর কোনো ধরনের ব্যক্তিগত অর্থ আরোপ না করে নিজেকে আনন্দদায়ক বা বাড়ির দৈনন্দিন কাজে ব্যস্ত রাখতে হবে এতে বিদ্যমান ভয় উদ্বিগ্নতার প্রভাব ধীরে ধীরে কমে যাবে

 

. নিজের অক্ষমতা স্বীকার করুন :

এই সময় মনের মধ্যে বিপর্যয়মূলক বিভিন্ন চিন্তা আসতে পারে যেমন: প্রিয় মানুষের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে কি না, চাকরি চলে যাবে কি না, পরিবার আত্মীয়স্বজন বড় কোনো অসুখে আক্রান্ত হবে কি না বিপর্যয়মূলক চিন্তা এলে সঙ্গে সঙ্গে আপনাকে এটাও চিন্তা করতে হবে যে আমাদের জীবনের সবকিছুই আমাদের নিয়ন্ত্রণে নেই সুতরাং এই অক্ষমতাটুকু অকপটে স্বীকার করে বিপর্যয়মূলক চিন্তাগুলোকে বাঁধা না দিয়ে বরং পরিবর্তনের স্বাভাবিক ইঙ্গিত হিসেবে সম্মান করার চেষ্টা করুন এতে প্রিয় অপ্রিয় সবকিছুকে সাদরে গ্রহণ করার ক্ষমতা বাড়বে একসময় দেখবেন বিপর্যয়মূলক চিন্তাগুলো আপনার মনের ভেতর বারবার ঘুরপাক খাওয়া নিজ থেকেই বন্ধ করে দেবে

 

. অতীত কিংবা ভবিষ্যৎ নয়, বর্তমান নিয়ে ভাবুন :

মানসিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর আরেকটি কার্যকর উপায় হলো নিজের মনকে অতীত ভবিষ্যতের দিকে না পাঠিয়ে বর্তমানের চলমান মুহূর্তের ভেতর ধরে রাখার চেষ্টা করা এটা একটু কঠিন কারণ, আমাদের মন সব সময় অতীত চিন্তা কিছুক্ষণ ভবিষ্যৎ চিন্তার ভেতর লাফালাফি করে মন যখন অতীতের কোনো বিষয়ের প্রতি বেশি একাত্ম হয়ে যায়, তখন আমাদের ভেতর বিষণ্নতা তৈরি হয় আর যখন ভবিষ্যতের প্রতি বেশি একাত্ম হয়ে যায়, তখন আমাদের ভেতর উদ্বিগ্নতা তৈরি হয় মাত্রাতিরিক্ত অতীত ভবিষ্যতের চিন্তা অপরাধ বোধ আতঙ্ক তৈরি করে তাই মানসিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আমাদের মনকে সব সময় আমাদের দেহের ভেতর রাখতে হবে কারণ, আমাদের দেহ সব সময় বর্তমানেই বাস করে

যখন যে কাজটা করছি, তখন মনকে ঠিক ওই কাজের ভেতর আবদ্ধ রাখার চেষ্টা করতে হবে ছাড়া নিজের শ্বাস-প্রশ্বাসের ওপর মনোযোগ রেখে অথবা শ্বাস-প্রশ্বাসের সময় তলপেটের যে ওঠা-নামা হয়, সেটার প্রতি মনোযোগ রেখে প্রতিদিন সকালে, বিকেলে রাতে কমপক্ষে পাঁচ মিনিট করে ধ্যান করার চেষ্টা করুন কারণ, ধ্যান আপনার মনকে বর্তমানের মধ্যে ধরে রাখার সক্ষমতা ধীরে ধীরে বাড়িয়ে দেয় এবং আপন মনের বৈশিষ্ট্য সম্পর্কে জানান দেয়

 

. স্বজনদের সঙ্গে অকৃত্রিম বন্ধন তৈরি করুন :

পরিবারের সদস্য, আত্মীয়স্বজন পাড়াপ্রতিবেশীর সঙ্গে অকৃত্রিম বন্ধন তৈরি করা এবং বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ কারণ, ইতিবাচক সম্পর্ক মনকে সব সময় সতেজ রাখে এবং মনের পজিটিভ এনার্জি বাড়িয়ে দেয়

যতটুকু সম্ভব মানুষকে আন্তরিকভাবে সাহায্য করার চেষ্টা করতে হবে এতে মানুষের সঙ্গে মানুষের একাত্মতা বাড়ে একাত্মতা মানুষের একাকিত্বের অনুভূতি দূর করতে সাহায্য করে

 

. সৃজনশীল হতে হবে:

প্রতিদিন ছোটখাটো কোনো সৃজনশীল কাজ করার চেষ্টা করতে হবে এতে আত্মবিশ্বাস বাড়ে পারিপার্শ্বিক চাপ মোকাবিলার কৌশল হিসেবে কোনো ধরনের মাদকদ্রব্য মাত্রাতিরিক্ত চা-কফি পান করা যাবে না যেসব বাহ্যিক অভ্যন্তরীণ উৎস থেকে চাপ তৈরি হচ্ছে, সেই সব উৎসকে বুদ্ধিমত্তার সঙ্গে চিহ্নিত করতে হবে মানসিক চাপ সৃষ্টিকারী যেসব উপাদান বর্তমানে মোকাবিলা করা সম্ভব, সেগুলোকে যৌক্তিক মন দিয়ে মোকাবিলা করতে হবে আর যেসব উপাদানকে আপাতত নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, সেগুলো চিন্তার তালিকা থেকে বাদ দিতে হবে এবং এড়িয়ে চলতে হবে এতে আপনার আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা বাড়বে

 

. পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে হবে:

সঠিক সময়ে দৈনিক কমপক্ষে আট ঘণ্টা ঘুম নিশ্চিত করতে হবে কারণ, পর্যাপ্ত ঘুম মানসিক শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় নিয়মিত স্নান করা, নিজের কাপড়চোপড় নিজে ধোয়া, নিজের রুম নিজে পরিষ্কার করার অভ্যাস করতে হবে বাড়ির কাজে অন্যকে সাহায্য করতে হবে, যা আপনার একটি দিনকে অর্থপূর্ণ করতে সাহায্য করবে সেই সঙ্গে প্রতিদিনের খাবারের তালিকায় পুষ্টিকর খাবার দেশি ফলমূল নিশ্চিত করতে হবে এবং অল্প সময়ের জন্য হলেও নিয়মিত ব্যায়াম করতে হবে

 

সব শেষে নিজের প্রতি, ভবিষ্যতের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গির অনুশীলন করতে হবে পৃথিবীর সমস্ত প্রাণ প্রকৃতিকে বন্ধু বলে মেনে নিতে হবে


মানসিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবেন যেভাবে || How to increase mental immunity

আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে পড়ার সুযোগ করে দিন। 

ডাঃ আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি 

No comments

Powered by Blogger.