Header Ads

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে যা যা খাবেন || What to eat to control high blood pressure || Dr. Abida Sultana

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে যা যা খাবেন  || ডাঃ আবিদা সুলতানা  || What to eat to control high blood pressure  || Dr. Abida Sultana


উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনকে বলা হয় নীরব ঘাতক। মধ্যবয়স্কদের মধ্যে এটি একটি গুরুতর শারীরিক সমস্যা। অতিরিক্ত ওজন, মানসিক চাপ, অনিয়মিত ডায়েট, কায়িক পরিশ্রম বা ব্যায়াম না করা - এসব কারণে উচ্চ রক্তচাপ দেখা যায়। 

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে যা যা খাবেন আসুন জেনে নিই-

  • লবণ কম : উচ্চ রক্তচাপ কমাতে সবচেয়ে আগে লবণ খাওয়া কমাতে হবে। আর কাঁচা লবন খাওয়া বাদ দিন। রান্না তো যতটা সম্ভব লবণ কম দিন। অতিরিক্ত লবণ রক্তে মিশে সোডিয়ামের মাত্রা বাড়িয়ে দেয় দেহে সোডিয়ামের ভারসাম্য নষ্ট করে। ফলে উচ্চ রক্তচাপ বাড়তে থাকে। কিডনীর উপরে এর যথেষ্ট প্রভাব পড়ে।
  • কলা : কলাতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা রক্তচাপ কমাতে সাহায্য করে। নিয়মিত খাবারের সঙ্গে তাই কলা খান।
  • সবুজ শাকসবজি : খাবার তালিকায় নিয়মিত সবুজ শাকসবজি রাখুন। ফাইবার সমৃদ্ধ সবুজ সবজিতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ফোলেট থাকে, যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। কম তেলে রান্না করা সবজি বা সিদ্ধ সবজি খাওয়ার চেষ্টা করুন। এর ফলে শরীরে ক্যালরি কম ঢুকবে।
  • ওটমিল : ওজন কমাতে এনার্জি বাড়াতে ওটস এর কোন বিকল্প নেই। ওটসে সোডিয়ামের মাত্রা খুব কম। এতে রয়েছে উচ্চমাত্রায় ফাইবার যা রক্তচাপ নিয়ন্ত্রনে রাখে।
  • তরমুজ : অ্যামিনো এসিড এল-সিট্রুলিন সমৃদ্ধ তরমুজ উচ্চ রক্তচাপ সহ শরীরের নানা সমস্যা দূর করে। এছাড়া এতে থাকা লাইকোপিন, পটাশিয়াম, ভিটামিন ফাইবার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।
  • কমলালেবু ডাবের পানি : কমলা লেবুর রসের সঙ্গে ডাবের পানি মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। দিনে দুই থেকে তিনবার এই মিশ্রণ পান করলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে।
  • শসা : শসাতে জলীয় উপাদান বেশি থাকে। ওজন কমাতে শসা খুব কার্যকরী। নিয়মিত শসা খেলে উচ্চ রক্তচাপ কমে শরীরে রোগ প্রতিরোধশক্তি বাড়ে।



উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে যা যা খাবেন  ||  What to eat to control high blood pressure 

আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে পড়ার সুযোগ করে দিন।

 ডাঃ আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি 

No comments

Powered by Blogger.