Header Ads

লিভার পরিষ্কার রাখে যেসব খাবার || Foods that keep the liver clean || Dr. Abida Sultana

লিভার পরিষ্কার রাখে যেসব খাবার  || ডাঃ আবিদা সুলতানা

অনেক কারণেই লিভারের সমস্যা হতে পারে। অতিরিক্ত খাবার, প্রক্রিয়াজাত অথবা ভাজা পোড়া জাতীয় খাবার খেলে, পরিবেশ দূষণ কিংবা মানসিক চাপের কারণে লিভারের উপর চাপ পড়ে। তখন লিভারকে বেশি কাজ করতে হয়। যখন এটি অতিরিক্ত কাজ করে তখন লিভার আর শরীর থেকে টক্সিন বা বিষক্রিয়া বের করতে পারে না। ধীরে ধীরে এখানে চর্বি জমতে থাকে।কিছু খাবার আছে যা প্রাকৃতিকভাবে লিভার পরিষ্কার করতে এবং শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে। আর লিভার সুস্থ থাকলে শরীরের অন্যান্য অঙ্গ ঠিকমতো কাজ করে।

রসুনের এমন কিছু উত্তেজক উপাদান আছে যা শরীর থেকে টক্সিন বের করে লিভারের কার্যক্ষমতা বজায় রাখে।

জম্বুরায় প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা প্রাকৃতিকভাবে লিভার পরিষ্কার করায় ভূমিকা রাখে। এছাড়া কমলা, লেবু, বাতাবি লেবু লিভারের জন্য দারুণ কার্যকরী।

নিয়মিত বিট এবং গাজর খেলে লিভারের কার্যকারিতা ঠিক থাকে।

সবুজ শাক লিভার পরিষ্কার করতে সাহায্য করে। এগুলো কাঁচা, রান্না কিংবা জুস করে খেতে পারেন। শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে এসব খাবার।

আপেল শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে এবং হজম শক্তি বাড়িয়ে লিভারকে সুস্থ রাখে।

ব্রকলি, বাঁধাকপি, ফুলকপিতে থাকা অ্যানজাইম লিভারের কার্যকারিতা ঠিক রাখে।

সকালে এক গ্লাস লেবু পানি পান খেলে তা সারাদিন লিভারের কার্যক্ষম রাখতে সাহায্য করে।

এছাড়া লিভারের জন্য হলুদ দারুণ উপকারি। বিশেষ করে কাঁচা হলুদ শরীর থেকে টক্সিন বের করে লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে।



লিভার পরিষ্কার রাখে যেসব খাবার  || Foods that keep the liver clean 

আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে পড়ার সুযোগ করে দিন।

ডাঃ আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি 

No comments

Powered by Blogger.