Header Ads

ডিমের খোসার অবাক করা ৬ ব্যবহার || 6 Surprising Uses of Egg Shell || Dr. Abida Sultana

 

ডিমের খোসার অবাক করা ৬ ব্যবহার || ডাঃ আবিদা সুলতানা

আমরা বেশিরভাগ সময় ডিমের খোসা ফেলে দিয়ে থাকি কিন্তু না ডিমের খোসাও আসতে পারে আপনার উপকারে আশ্চর্য হলেও সত্য এই ফেলনা জিনিসটির কিছু অদ্ভুত ব্যবহার রয়েছে যা আপনার ধারণারও বাইরে


চলুন জেনে নেওয়া যাক ডিমের খোসায় দারুন ব্যতিক্রমী ব্যবহার

  • ক্যালসিয়ামের বড় একটি উৎস : ডিমের খোসা মানুষের এবং গৃহপালিত প্রাণীর জন্য ক্যালসিয়ামের অনেক বড় একটি উৎস এটি ভালো করে মাইক্রোওয়েভ ওভেনে স্টেরিলাইজ করে নিয়ে গুঁড়ো করে নিয়ে ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করতে পারেন গুড়ো করা ডিমের খোসা লেবুর রস কিংবা ভিনেগারের সঙ্গে মিশিয়ে সালাদের ড্রেসিং হিসেবে ব্যবহার করতে পারেন এবং নয় মাসের বেশি বয়সী গৃহপালিত প্রাণীর খাবারে মিশিয়ে দিন
  • মাটির উর্বরতা বৃদ্ধি : নিজের বাসার শখের বাগান থাকলে ডিমের খোসা ময়লার বালতিতে ফেলে না দিয়ে গাছে গোড়ায় দিন চাইলে এটি ভেঙে মাটিতে মিশিয়ে দিতে পারেন ডিমের খোসা থেকে মাটি পুষ্টির সঞ্চয় করে এতে মাটির উর্বরতা ব্যাপক পরিমাণে বৃদ্ধি পায়
  • বাগানে পোকামাকড় হাত থেকে বাঁচায় : শুধু মাটির উর্বরতা বৃদ্ধিই নয় পোকা মাকড়ের হাত থেকে বাঁচাতেও ডিমের খোসা খুবই উপকারী বাগানে বিভিন্ন স্থানে ডিমের খোসা ছড়িয়ে রাখুন দেখবেন নানা ধরনের পোকামাকড়ের হাত থেকে গাছ বেঁচে যাবে
  • ত্বক নরম করতে সাহায্য করে : ডিমের খোসায় লেগে থাকা ডিমের খোসার লিকুইড ত্বকের জন্য অনেক বেশি ভালো একটি বিউটি প্রোডাক্ট হিসেবে কাজ করবে আঙ্গুলের মাথায় এই লিকুইড লাগিয়ে তারপর মুখে ঘষে নিন, দেখবেন ত্বক নরম কোমল হয়ে উঠে গেছে
  • কাপড়ের উজ্জ্বলতা বৃদ্ধি : ডিমের খোসা সাদা কাপড়কে উজ্জ্বল করতে বেশ সহায়ক একটি কাপড়ে মুড়িয়ে ওয়াশিং মেশিনের ভেতরে ডিমের খোসা এবং ডিটারজেন্ট দিয়ে কাপড় ধুয়ে দেখুন সাধারনের তুলনা অনেক ভালো কাজ করবে
  • গাছের চারায় অঙ্কুরিত করতে সহায়তা করে : যদি পছন্দের গাছের চারা তোলার মত ভালো স্থান না পান এবং বাইরের মাটিতে অনেক বেশি ময়শ্চার বেশি থাকে তবে ডিমের খোসা ব্যবহার করতে পারেন একটি ডিমের উপরের চিকন অংশ সাবধানে খানিকটা ভেঙ্গে ডিম বের করে নিয়ে এতে সামান্য মাটি দিয়ে বীজ দিয়ে দিন কিছুদিনের মধ্যে খুব ভালো চারা উঠে যাবে

 

 


 ডিমের খোসার অবাক করা ৬ ব্যবহার ||  6 Surprising Uses of Egg Shell || 

ডাঃ আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি


 

 

No comments

Powered by Blogger.