আসুন জেনে নিই কম ক্যালরির খাবারগুলো কি কি || Let's know what are low calorie foods || Dr. Abida Sultana
কম ক্যালরির খাবার
• ডিম : ডিম পোচ করা বা ভাজার পরিবর্তে সিদ্ধ ডিম খান।
• দুধ : দুধের সর না খেয়ে পাতলা দুধ খান।
• মাছ : মাছ না ভেজে অল্প অল্প তেল দিয়ে ঝোল তরকারি রান্না করুন।
• মাংস : রান্নার আগে যত সম্ভব মাংসের চর্বি বের করে অল্প তেল দিয়ে বেশিক্ষণ সিদ্ধ করে রান্না করুন। তবে বেশি ভুনা করা ঠিক না।
• ডাল : ঘন ডালের অভ্যাস বদলে অল্প তেলের পাতলা ডাল খান।
• ভাত : ফ্রাইড রাইসের অভ্যাস বদলে সিদ্ধ ভাত খান। পোলাও বা খিচুড়িতে অধিক তেলের পরিবর্তে সিদ্ধ পোলাও চালের ভাত ও তেলের খিচুড়ি খান।
• আটা বা ময়দা : পরোটা, লুচি, পুরি ইত্যাদির পরিবর্তে শুকনা বা তেল ছাড়া রুটি পাউরুটি খান।
• শাকসবজি : বেশি তেলের পরিবর্তে যথাসম্ভব অল্প তেল দিয়ে রান্না করে খান।
• ফল : তরতাজা ফল খান। জুস বা কাস্টার্ড হিসেবে নয়।
• সালাদ : মেয়োনিজ, মাশরুম সালাদ বাদ দিন।
• ফাস্ট ফুড : বেশি ক্যালরি আছে এমন ফাস্ট ফুড এড়িয়ে চলুন।
• মিনারেল ও ভিটামিন : গবেষণায় দেখা গেছে, মিনারেল ও ভিটামিন ওজন কমাতে সাহায্য করে। যেমন ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার (ননীমুক্ত দুধ, ছোট মাছ) খেলে ওজন বাড়ার সম্ভাবনা ৭০% কমে যায়।
এছাড়াও:
• ভাজা খাদ্যদ্রব্য যথাসম্ভব বাদ দিতে হবে।
• খাবার রান্নার সময় ক্রিম, নারকেল, দই, বাদাম, তৈলবীজ ইত্যাদি বাদ দিতে হবে।
• মিষ্টি জাতীয় খাদ্য কম খাওয়ার চেষ্টা করতে হবে।
• অ্যালকোহল,
সফট ড্রিঙ্কস বাদ দিতে হবে।
• সামুদ্রিক মাছ খাওয়া উপকারি।
• রান্না তেল কমানোর জন্য ননস্টিক প্যান ব্যবহার করুন।
• সর্বোপরি রান্নার জন্য অল্প তেল ব্যবহার করতে হবে এবং তা বহু অস্পৃক্ত ফ্যাটি অ্যাসিড হতে হবে।
আসুন জেনে নিই কম ক্যালরির খাবারগুলো কি কি || ডা. আবিদা সুলতানা
Let's know what are low calorie foods || Dr. Abida Sultana
আর্টিকেলটি ভালো লাগলে
শেয়ার করে অন্যকে পড়ার সুযোগ করে দিন।
ডাঃ আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি
No comments