Header Ads

আসুন জেনে নিই কম ক্যালরির খাবারগুলো কি কি || Let's know what are low calorie foods || Dr. Abida Sultana

আসুন জেনে নিই কম ক্যালরির খাবারগুলো কি কি  || ডা. আবিদা সুলতানা  || Let's know what are low calorie foods || Dr. Abida Sultana

 কম ক্যালরির খাবার

আসুন জেনে নিই কম ক্যালরির খাবারগুলো সম্পর্কে। 

ডিম : ডিম পোচ করা বা ভাজা পরিবর্তে সিদ্ধ ডিম খান।

দুধ : দুধের সর না খেয়ে পাতলা দুধ খান।

মাছ : মাছ না ভেজে অল্প অল্প তেল দিয়ে ঝোল তরকারি রান্না করুন।

মাংস : রান্নার আগে যত সম্ভব মাংসের চর্বি বের করে অল্প তেল দিয়ে বেশিক্ষণ সিদ্ধ করে রান্না করুন। তবে বেশি ভুনা করা ঠিক না

ডাল : ঘন ডালের অভ্যাস বদলে অল্প তেলের পাতলা ডাল খান।

ভাত : ফ্রাইড রাইসের অভ্যাস বদলে সিদ্ধ ভাত খান। পোলাও বা খিচুড়িতে অধিক তেলের পরিবর্তে সিদ্ধ পোলাও চালের ভাত তেলের খিচুড়ি খান।

আটা বা ময়দা : পরোটা, লুচি, পুরি ইত্যাদির পরিবর্তে শুকনা বা তেল ছাড়া রুটি পাউরুটি খান।

শাকসবজি : বেশি তেলের পরিবর্তে যথাসম্ভব অল্প তেল দিয়ে রান্না করে খান।

ফল : তরতাজা ফল খান। জুস বা কাস্টার্ড হিসেবে নয়।

সালাদ : মেয়োনিজ, মাশরুম সালাদ বাদ দিন।

ফাস্ট ফুড : বেশি ক্যালরি আছে এমন ফাস্ট ফুড এড়িয়ে চলুন।

মিনারেল ভিটামিন : গবেষণায় দেখা গেছে, মিনারেলভিটামিন ওজন কমাতে সাহায্য করে। যেমন ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার (ননীমুক্ত দুধ, ছোট মাছ) খেলে ওজন বাড়ার সম্ভাবনা ৭০% কমে যায়।

 

এছাড়াও:

ভাজা খাদ্যদ্রব্য যথাসম্ভব বাদ দিতে হবে।

খাবার রান্নার সময় ক্রিম, নারকেল, দই, বাদাম, তৈলবীজ ইত্যাদি বাদ দিতে হবে।

মিষ্টি জাতীয় খাদ্য কম খাওয়ার চেষ্টা করতে হবে।

অ্যালকোহল, সফট ড্রিঙ্কস বাদ দিতে হবে।

সামুদ্রিক মাছ খাওয়া উপকারি

রান্না তেল কমানোর জন্য ননস্টিক প্যান ব্যবহার করুন।

সর্বোপরি রান্নার জন্য অল্প তেল ব্যবহার করতে হবে এবং তা বহু অস্পৃক্ত ফ্যাটি অ্যাসিড হতে হবে।

 

 

আসুন জেনে নিই কম ক্যালরির খাবারগুলো কি কি  || ডা. আবিদা সুলতানা 

Let's know what are low calorie foods || Dr. Abida Sultana

আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে পড়ার সুযোগ করে দিন।

ডাঃ আবিদা সুলতানা স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি 

No comments

Powered by Blogger.